স্পোর্টস রিপোর্টার : প্রথমবারের মতো প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ পাঁচ দিনের এবং তা দিবারাত্রি। শুধু বাংলাদেশেই নয় পুরো বিশ্ব ক্রিকেটই প্রথমবার হতে চলেছে। বিসিএলের ফাইনাল ম্যাচটি মিরপুরে আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার মাঠে গড়াবে পাঁচ দিনের দিবারাত্রি ম্যাচ। প্রতিপক্ষ ওয়ালটন সেন্ট্রাল জোন আর বিসিবি নর্থ জোন। ক্রিকেটকে এগিয়ে নিতে প্রথম শ্রেণীর ক্রিকেটকে শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে হবে। এমন বক্তব্য সাবেক ক্রিকেটার আর কর্মকর্তা এবং সংগঠকদের। প্রথম শ্রেণীর ক্রিকেটের ভিত্তি শক্ত না হলে কোনো দেশই টেস্ট ক্রিকেটে উন্নতি করতে পারে না। যার প্রমাণ বাংলাদেশ ১২ বছর টেস্ট খেলেও এখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। এমন মন্তব্য করেছিলেন বিসিবি সাবেক সভাপতি আ হ ম মোস্তফা মুস্তফা কামাল। তারই উদ্যোগে ফ্রাঞ্চাইজি ভিত্তিক বিপিএলের আদলে বিসিএল আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়। মোস্তফা কামাল আইসিসির ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর বিসিবি সভাপতি পদ ছেড়ে দেয়ার সময় বিসিএল বাস্তবায়নের সব কার্যক্রম সম্পন্ন করে যান। যার ফলে নতুন ইহিতাসের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগ বা বিসিএল ফাইনালের ম্যাচ আয়োজনের মধ্যে দিয়ে বিসিবি বিশ্ব ক্রিকেটে ইতিহাস রচনা করতে চলেছে। বিপিএলের কারণে বিসিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়নি। আগেই ঘোষণ ছিল বিপিএল শেষে বিসিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। পাঁচ দিনের দিবারাত্রির ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার দুপুর ১টা থেকে। পাঁচ দিনের এই প্রথম শ্রেণীর ম্যাচ বাংলাদেশের ক্রিকেটে নতুন মাইলফলকের সূচনার অপেক্ষায়। আর সেটা ফাইনালের মধ্য দিয়ে। মিরপুরে শুক্রবার মুখোমুখি হওয়ার আগে দুই দল বিসিএলের ফাইনাল জিততে প্রস্তুতি নেয় কৃত্রিম আলোতে। কারণ এর আগে এদেশে কেন কোনো দেশেই ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণীর ম্যাচ রাতে রঙিন বলে অনুষ্ঠিত হয়নি। ওয়ালটন সেন্ট্রাল জোন আর বিসিবি নর্থ জোন সন্ধ্যায় ফ্লাড লাইটের কৃত্রিম আলোতে রঙিন বলে অনুশীলন করবে। পাঁচ দিনের ম্যাচটি মিরপুর স্টেডিয়ামে পিং রঙের বল ব্যবহার করা হবে। গ্রুপ পর্বের তিন খেলায় অংশ নিয়ে অ্যাকাউন্টে ১৪ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ সেরা হয়ে ফাইনালের টিকেট পায় মধ্যাঞ্চল। তিন ম্যাচই ড্র করে তারা। আর সমানসংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে নাম লেখায় উত্তরাঞ্চল বা বিসিবি। গেল ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়ায় বাংলাদেশ ক্রিকেট লিগ। আর শেষ হদে চলেছে নতুন বছরে। নতুন বছরে প্রথম শ্রেনীর পাঁচ দিনের ফাইনালটি ওয়ালট সেন্ট্রাল জোন না বিসিবি নর্থ জয়ী হবে।
অবশ্য দুই দলই প্রস্তুত। ওয়ালটনের কোচ মিজানুর রহমান নতুন বার্তাকে বলেন, ‘আমাদের অধিনায়ক রিয়াদ ইনজুরির জন খেলতে পারছেন না। তার বদলে আমরা ১৫ জনের তালিকা পুনঃ করেছি আসিফ আহমেদ রাতুলকে নিয়ে। আর আমরা অনুশীলন করব পিং রঙের বলে। আশা করছি আমরা বিসিবিকে হারিয়ে ইতিহাসের অংশ হতে পারব।’ অপরদিকে বিসিবি নর্থ জোনের কোচ ওয়াহিদুল হক গনি বলেন, ‘মুশফিকের ইনজুরির কারণে দলে নেই। বিপিএলে চিটাগং কিংসের বিপক্ষে সেমিতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তারপরও মনে করি সমস্যা হবে না। বাকি যারা আছে তারা ভালো ক্রিকেটার। বাকি আলোচনা রাতে অনুশীলনের পরই ঠিক করব।
সম্পাদনা/শাবানা মন্ডল /০০.০২ঘ /২২ ফেব্রয়ারি
পাঁচ দিনের বিসিএল ফাইনাল আজ শুরু
Share This