বিনোদন ডেস্কঃ-‘জিসম-২’, ‘রাগিনী এমএমএস-২’, ‘হেট স্টোরি-২’ এর পর সানি লিওন এখন ‘সিকুয়েল কুইন’।এ বছর হিটলিস্টের শীর্ষে সানি লিওনের আইটেম গান ‘বেবি ডল’। এরইমধ্যে আবারও নতুন গান ‘পিঙ্ক লিপস’ নিয়ে হাজির হলেন এই অভিনেত্রী।হেট স্টোরি-২’ ছবির আইটেম গান ‘পিঙ্ক লিপস’ এরইমধ্যে ঝড় তুলেছে ইউটিউবে। আগামী ১৮ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা। এইগানের মধ্যে দিয়ে সিকুয়েলে অভিনয় ও আইটেম গানে ডাবল হ্যাটট্রিক করলেনসানি। ‘জিসম-২’, ‘রাগিনী এমএমএস-২’, ‘হেট স্টোরি-২’ এর পর সানি লিওন এখনসিকুয়েল কুইন! এদিকে, ‘লায়লা’, ‘বেবি ডল’ আর সদ্য প্রকাশিত ‘পিঙ্ক লিপস’ দিয়ে আইটেম গার্লদের রাতের ঘুম ‘কেড়ে নিয়েছেন’ সাবেক এই পর্নোতারকা। গানটি লিখেছেন কুমার ও গেয়েছেন খুশবু গ্রেওয়াল। আর মিউজিক করেছে মীত ব্রাদার্স অঞ্জন। সূত্র-টাইমস অব ইন্ডিয়া ও এপিবি আনন্দ।