অনলাইন ডেস্ক:- লম্বা, সুদর্শন আর হ্যান্ডসা মপুরুষ ইনয়, আরো বেশকিছু বৈশিষ্ট্য রয়েছে পুরুষদের যা মেয়েরা দারুণ পছন্দ করেন।তাদে রদৃষ্টিতে এ গুলো পুরুষের ‘পৌরষদীপ্ত’ বৈশিষ্ট্য। দৈহিক সৌন্দর্য বা আকর্ষণীয় ব্যক্তিত্ব সাধারণ চাহিদা। এর সঙ্গে দেখে নিন, এমনই আরো ৬টি বৈশিষ্ট্য যা মেয়েদের চুম্বকের মতো আকর্ষণ করে।
১. লালনকারী :পুরুষের মাঝে দায়িত্ব শীলতা এবং তাদের ও পর নির্ভর করার বিষয়টি মেয়েদের দারুণ ভালো লাগে।একজন পুরুষকে আদর্শ লালন কারী হিসেবে দেখতে চান নারীরা ।তারা শুধু সঙ্গিনীর নয়, নিজের বিষয়েও সচেতন তার লক্ষণ থাকতে হবে।অর্থাৎ, তার চুল পরিপাটি, পরিষ্কার নখ, দুর্গন্ধহীন মুজা আর ঘামের গন্ধহীন পোশাক পরবেন।
২. রুচি শীল স্টাইল :দামি নয়, রুচি শীল পোশাক পরেন এমন পুরুষদের প্রতি আকৃষ্ থাকেন নারীরা ।ফুটপাথ থেকেও একটি পোশাক কিনলে তাতে থাকবে স্টাইলের ছোঁয়া। স্টাইল প্রদর্শনের জন্য এমনপোশাক পরবেন না যাতে আপনাকে হাস্যকর ওবিদঘুটে দেখা যায়।
৩. সেন্স অব হিউমার : মেয়েদের কাছে পুরুষের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটি হলো তার নিখুঁত সেন্স অব হিউমার। যার সঙ্গে সময় কাটাতে গেলে মেয়েদের চেহারা হাসিতে উদ্ভাসিত হয়ে থাকে, তার সঙ্গে আজীবন কাটাতে চান তারা ।সেন্স অব হিউমার এমনিতেই মারাত্মক একটি গুণ। নারীরা এমন কোনো পুরুষের সঙ্গ পেতে চান না যার সংস্পর্ শে বিষণ্নতায় ছেয়ে যায় মন। তবে সেন্স অব হিউমার আক্ষরিক অর্থেই ইতিবাচক হতে হবে। অন্যকে খাটো করে কৌতুক করা নয়।
৪. খেয়াল রাখা :মেয়েরা এমন পুরুষ চান যিনি সব সময় সঙ্গিনীর খেয়াল রাখবেন এবং ভালোবাসবেন। সামান্য কাজেও তার প্রকাশ ঘটতে পারে।যেমন- হা তধরে রাস্তা দিয়ে হাঁটছেন, এক সঙ্গে সূর্যাস্ত দেখছেন বা বিশেষ মুহূর্তে জড়িয়ে ধরে স্বান্তনা দিচ্ছেন ইত্যাদি। মেয়েদের প্রতি সম্মান ওখেয়াল রাখা পুরুষরা তাদের স্বপ্নের পুরুষ হয়ে থাকেন।
৫. সেক্সি হাসি :যেসব পুরুষ সেক্সি হাসি হাসতে পারেন তাদের প্রতি ব্যপক আকর্ষিত হন নারীরা। পুরুষের এই হাসি আর চোখের ঝিলিক ছড়িয়ে যায় নারীর অন্তঃস্থলে। আন্তরিক হাসিতো রয়েছেই, কিন্তু সেক্সি হাসির প্রতি বিশেষ ভাবে আকৃষ্ট মেয়েরা।
৬. নম্র :বন্ধু সুলভ- কঠোর এবং নম্র- ভদ্রস্বভাবের মিশেলযে ছেলেদের মধ্যে রয়েছে, তারা মেয়েদের চোখের মণি। তাছাড়া নম্রতার গভীরতা দিয়ে কোনো মেয়ের অস্থির তাকে ওযারাস্থির করে দিতে পারেন, তারদের বুকেই নিশ্চিন্তে মাথা রাখতে চান মেয়েরা। জীবনের প্রতিটি ঘটনা, দুর্ঘটনা, হাসি আরকষ্টে পুরুষের ব্যক্তিত্বের এই বৈশিষ্ট্যটি শান্তি বিলিয়েছে মেয়েদের।সূত্র : ইন্ডিয়াটাইমস
পুরুষের ভিন্নধর্মী যে ৬টি বৈশিষ্ট্যে আকৃষ্ট মেয়েরা
Share This