জি নিউজ ডেস্কঃ- পুরুষ সাধারণত ভালোবাসা তৈরির মতো বিষয়কে পেছনে ফেলে যৌনতার ক্ষেত্রে দ্রুত এগিয়ে যায়। কিন্তু নারী এ ক্ষেত্রে ভিন্ন। তাদের যৌনতার আগ্রহ তৈরি হয় ধীরে ধীরে।গবেষকরা জানাচ্ছেন, যৌনতার শুরুতে পুরুষরা আগে থেকেই প্রস্তুত থাকে। কিন্তু নারীরা ধীরে ধীরে এ জন্য প্রস্তুত হয়।মার্কিন পঞ্চাশোর্ধ অবসরপ্রাপ্তদের জীবনযাপনের মানোন্নয়নে নিয়োজিত অলাভজনক প্রতিষ্ঠান অ্যামেরিকান অ্যাসোসিয়েশন অফ রিটায়ার্ড পার্সনস (এএআরপি) প্রকাশিত একটি রিপোর্ট থেকে এ গবেষণার তথ্য জানা গেছে।গবেষণা প্রতিবেদনে লেখা হয়েছে, ‘এ ভিন্নতার কারণ জানতে পারলে পুরুষের পক্ষে ভালো প্রেমিক হওয়া সম্ভব হবে।’এর আগে ব্রিটিশ কলম্বিয়ার একটি ইউনিভার্সিটি শ খানেক নারী, যারা যৌনতা শুরুর সময় শিথিল থাকেন, তাদের ওপর গবেষণা করে। জানা যায়, নারীরা যখন ভালোবাসা অনুভব করেন, তখন যৌনতা উপভোগ করেন।এ কারণে গবেষকরা জানান, যৌনতার সময় পুরুষের ধীরে অগ্রসর হওয়া উচিত। এ ছাড়াও এ ক্ষেত্রে উপকারে আসতে পারে সারা দেহের মেসেজ ও স্পর্শ। এগুলো নারীদের যৌনতায় আগ্রহী ও প্রস্তুত করে তোলে এবং তা উপভোগে সহায়তা করে।সূত্র-হিন্দুস্তান টাইমস