গাইবান্ধা প্রতিনিধি:পলাশবাড়ীর জামায়াত নেতাকে হত্যার প্রতিবাদে রোববার গাইবান্ধা জেলা শহরের ষ্টেশন রোড এলাকায় জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল বের করে। শহীদ মিনারের কাছে এলে পুলিশ মিছিলের লাঠিচার্জ করে এবং ধাওয়া করে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়। এসময় শিবির কর্মী মনির“জ্জামানকে আটক করে।
জানা গেছে, পলাশবাড়ীর জামায়াত নেতা নাজমুল হাসান সাকিব (২৫) কে র্যাব কর্তৃক আটক এবং পরবর্তীতে শনিবার সকালে রংপুর-বগুড়া মহাসড়কের বাঁশকাটা নামক স্থানে গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় বিক্ষুব্ধ জামায়াত-শিবিরের কর্মীরা এই মিছিলের আয়োজন করে। উল্লেখ্য, সাকিব পলাশবাড়ী সদর জামায়াতের অফিস সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তার পরিবার এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবী করা গত ৭ জানুয়ারী বুধবার বিকেলে যৌথ বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষের সময় সাকিব গুলিবিদ্ধ হয়। তাকে রংপুরে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখান থেকে র্যাব সদস্যরা তাকে আটক করে। এরপর শনিবার সকালে পলাশবাড়ীর বাঁশকাটা এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের পাশে তার গুলিবিদ্ধ মৃত দেহ পাওয়া গেছে। তার মাথায় বুলেটের আঘাতের চিহ্ন ছিল।