জি নিউজঃ-সরকারের শেষ সময়ে হঠাৎ করে কয়েকটি জঙ্গি সংগঠনের তৎপরতার মধ্যে এসে পুলিশের শীর্ষ পর্যায়ের ১৪টি পদে রদবদল আনা হয়েছে। পুলিশের ৫ জন ডিআইজি ও ৯ জন পুলিশ সুপারের কর্মক্ষেত্র পরিবর্তন করে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারী করেছেন- চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামকে পাঠানো হয়েছে রাজশাহীতে। রাজশাহীর কমিশনার এস এম মনির-উজ জামানকে খুলনা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। খুলনা মহানগরীর কমিশনার মো. শফিকুর রহমানকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। বরিশালের কমিশনার মো. শামসুদ্দিনকে পাঠানো হয়েছে খুলনায়। বরিশালে পাঠানো হয়েছে সিআইডিতে কর্মরত উপ মহাপরিদর্শক শৈবাল কান্তি চৌধুরীকে। পুলিশ সুপারদের মধ্যে নড়াইলের এস এম ফজলুর রহমানকে খুলনার উপপুলিশ কমিশনার হিসেবে পাঠানো হয়েছে। রাঙামাটির কমান্ড্যান্ট মো. মোরশেদ আলমকে পিবিআই ঢাকা-এর পুলিশ সুপার করা হয়েছে। বান্দরবানের পুলিশ সুপার মো. কামরুল আহসানকে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক হিসেবে পাঠানো হয়েছে। বরিশাল রেঞ্জ অফিসে সংযুক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকেও পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক করা হয়েছে। রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত দেবদাস ভট্টচার্যকে বান্দরবানের পুলিশ সুপার করা হয়েছে। মেহেরপুরের পুলিশ সুপার মো. মোকাম্মেল হোসেনকে হাইওয়ে পুলিশ মাদারীপুরের পুলিশ সুপার এবং গাইবান্ধার সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে (রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত) মেহেরপুর পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মুশফেকুর রহমানকে সিলেট মহানগরীর উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. ছিবগাত উল্লাকে পঞ্চম এপিবিএন, ঢাকার অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে।
পুলিশের শীর্ষ পর্যায়ে ১৪ পদে রদবদল
Share This