রাজশাহী প্রতিনিধি , জি নিউজ : রাজশাহী নগরীতে রাতে ছাত্রদলের সঙ্গে র্যাব ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। নগরীর কাদিরগঞ্জ ও হেতেম খাঁ এলাকায় মঙ্গলবার রাত ৮টার দিকে আধা ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষ হয়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। তাৎক্ষণিক হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে ছাত্রদলের কর্মীরা হেতেম খাঁ এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে ছাত্রদল মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করার চেষ্টা করে। র্যাবের একটি টহল দল তাদের বাধা দিলে ছাত্রদল ও র্যাব সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় র্যাব সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে। পরে ধাওয়া দিলে ছাত্রদলের কর্মীরা পালিয়ে যায়।
রাতে মহানগরীর শালবাগান ও বিনোদপুর এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রদল কর্মীদের সংঘর্ষ শুরু হয়েছে। ওই এলাকাতেও উত্তেজনা বিরাজ করছে।
হরতাল সমর্থকরা নগরীর বিভিন্ন স্থানে পিকেটিং ও নাশকতার চেষ্টা চালালে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান ।
জি নিউজ /প্রতিনিধি/ রাজশাহী তা;২৩/৪/২০১৩