স্টাফ রিপোর্টার, জি নিউজ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশকে আমরা সোনার বাংলা হিসেবে গড়ে তুলব , আমাদের দেশের ছেলেমেয়েরা পৃথিবীর সবচেয়ে মেধাবী। আমাদের ছেলেমেয়েদের মেধার সঙ্গে কারো তুলনা হয় না। হয়তো মাছ-ভাত খাওয়ার কারণেই এ রকম মেধা।
গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তার সরকার দেশকে অশিক্ষা ও ক্ষুধার অভিশাপ থেকে মুক্ত করে বিশ্বসভায় সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। পেছনে থাকতে চাই না। আমরা দেশকে অশিক্ষা ও ক্ষুধার অভিশাপ থেকে মুক্ত করে বিশ্বসভায় মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই । অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ী প্রত্যেকের হাতে ১ লাখ টাকার চেক, একটি মেডেল ও সনদপত্র তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা