জি নিউজ ঃ ভারত থেকে আমদানী বন্ধের অজুহাতে হঠাৎ করেই ২৫ টাকার পেঁয়াজ বেড়ে হয় ৮০ টাকা। এরপর বাণিজ্য মন্ত্রণালয়ের কয়েক দফা বৈঠক, অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানীর সিদ্ধান্ত, মোবাইল কোর্টের মাধ্যমে বাজার তদারকিসহ বিভিন্ন উদোগের প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর পেঁয়াজের বাজারে। গত কয়েকদিন ধরে পাইকারী বাজারে পেঁয়াজের দাম কমলেও শুক্রবার থেকে খুঁচরা বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।
শুক্রবার প্রতি কজি পেঁয়াজ ৫ টাকা কমে ৭০-৭৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এদিকে ক্রমাগতভাবে খুব তাড়াতাড়ি দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।বিক্রেতারা বলছেন, আগের তুলনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
রাজধানীতে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমতে থাকলেও বেড়েছে বেগুন, টমেটোসহ কিছু সবজির দাম। বাজারে প্রতি কেজি বেগুন ৬০, সিম ৮০ থেকে ৯০ টাকা, টমেটো ১০০ টাকা, আলু ১৮, শশা ৩০, পটল ৩০ করলা ৫০, গাজর ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
এদিকে, ঈদ-উল-আযহার প্রায় দুই মাস বাকি থাকতেই দেশের পাইকারি ও খুচরা বাজারে দুই সপ্তাহের ব্যবধানে আদার দাম বেড়েছে কেজিতে প্রায় ৬০ থেকে টাকা। ঈদের আগে প্রতি কেজি চীনা আদার দাম ছিল ৮০-৯০ টাকা। শুক্রবার তা ১৩০-১৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
পাইকারি ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে আদার সংকট দেখা দেয়ায় দাম ক্রমেই বাড়ছে। এর প্রভাবে দেশের বাজারেও মসলাটির দাম বেড়েছে।