অনলাইনডেস্ক:- রাতে পার্টি অথচ পেটে মোচড় দিয়ে ব্যথা করছে, বার বার টয়লেটে যেতে হচ্ছে৷ভুল বা বেশি খাওয়া, নাকি নার্ভাস বা উত্তেজনা? এধরণের সমস্যার কারণ ইবাকী? কী বা এর প্রতিকার? এবিষয়েই, যে কারুরই হতে পারে: হঠাৎ করে যদি কারুর ‘অ্যানিমিয়া’ ধরা পড়ে, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাঁর পাকস্থলী বা অন্ত্রের কোনো অসুখ আছে৷এই সমস্যা পুরুষদের তুলনার নারীদেরই বেশি হয়ে থাকে৷তাই নারীদের এব্যাপারে সতর্ক থাকা অত্যন্ত আবশ্যক৷খবর:ডিডাব্লিউ
পেটের গোলমাল মানে সবই এলোমলো
Share This