অনলাইন ডেস্ক ,জিনিউজঃ- পেশাওয়ারের বাজারে বিস্ফোরণের পর, পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, সে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশাওয়ারে এক বোমা হামলায় অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। পেশাওয়ারের একটি ব্যস্ত ঐতিহাসিক বাজারে রোববার সকালে দুটি বোমা বিস্ফোরিত হয়। এতে সেখানকার দোকানপাট এবং গাড়িতে আগুন ধরে যায় বলে তারা বলছেন। কর্তৃপক্ষ সন্দেহ করছে, এই হামলায় গাড়ি বোমা ব্যবহার করা হয়েছে। সেখানকার একটি পুলিশ থানার কাছে পার্ক করা গাড়িটিতে অন্তত ২০০ কেজি বিস্ফোরক ছিল বলে তারা মনে করছে। গত এক সপ্তাহের মধ্যে পেশাওয়ারে এটি তৃতীয় দফা বোমা আক্রমণ। খবর বিবিসি বাংলার তাঃ-রবিবার, ২৯সেপ্টেম্বর২০১৩