অনলাইন ডেস্কঃ- সবাই জীবনে উন্নতি করতে চায়। পেশাগত জীবনে খুব দ্রুত ওপরে ওঠার জন্য প্রাণান্তকর চেষ্টা থাকে সবারই। কিন্তু বাস্তবতা বলে দেয়, ওপরে ওঠা এতো সহজ নয়। এ জন্য বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন। ধারাবাহিকভাবে কয়েকটি নতুন ব্যবসা দিয়ে সফলতা লাভ করেছেন প্রতিভাবান ব্যবসায়ী এবং উদ্যোক্তা জেমস ক্যান। তিনি তার লিঙ্কএডিন প্রোফাইলে তিনটি উপায়ের কথা জানাচ্ছেন যা খুব দ্রুত জীবনে উন্নতি আনতে পারে।
১. সমস্যা সমাধানে পারদর্শী হোন
আপনার কাজের গোটা বিষয়টি বিশ্লেষণ করে দেখুন। সমস্যার কোন অংশটি আপনি সমাধান করতে পারবেন তা বের করুন। আর যে সমস্যাগুলোর সমাধান আপনার দ্বারা সম্ভব নয় বলে মনে হচ্ছে, সেগুলোতে ধ্যান দিন। সমাধানের উপায় অবশ্যই রয়েছে। আপনাকে শুধু তা বের করে কার্যকর করার সামর্থ্য অর্জন করতে হবে। যেকোনো সমস্যা সমাধানে পারদর্শী হলে যেকোনো কাজে উন্নতি করা যায়।
২. প্রতিশ্রুতি রক্ষা করুন
আপনি যদি উচ্চাকাঙ্খী হয়ে থাকেন, তবে প্রতিশ্রুতি পালনে প্রতিজ্ঞাবদ্ধ থাকুন। উন্নতি দাবি করতে পারেন একমাত্র সেই ব্যক্তি যিনি তার প্রতিশ্রুতির ভঙ্গ করেন না। কোনো প্রতিষ্ঠানে নিয়োগ পেলে বছর ঘুরতেই যে আপনার প্রমোশন হবে তা ভাবার কারণ নেই। একমাত্র আপনার পারফরমেন্স এবং প্রতিশ্রুতি রক্ষার গুণই ঠিক করবে আপনার উন্নতি হবে কি না।
৩. চাকরির ক্ষেত্র পরিবর্তন করা
ক্যারিয়ারের স্বাস্থ্য সব সময় খেয়ালে রাখুন। যেখানে কাজ করছেন তার চেয়ে ভালো কোনো সুযোগ হয়তো অন্য কোথাও রয়েছে। আবার বর্তমান স্থানে কোনো উন্নতি না থাকলে অন্য কোথাও হয়তো বিস্তর সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে বর্তমান স্থানটি বদলে ফেলা ভালো হবে। বর্তমান চাকরি ছেড়ে দেওয়াটা কঠিন সিদ্ধান্ত বলে মনে হতে পারে। কিন্তু বর্তমানের অস্বাস্থ্যকর স্থানে পড়ে থাকা আরো ক্ষতিকর।সূত্র-বিজনেস ইনসাইডার।
পেশাগত জীবনে দ্রুত উন্নতির জন্য ৩টি পরামর্শ
Share This