অনলাইন ডেস্ক, জি নিউজঃ- বিখ্যাত মার্কিন পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট বাংলাদেশের পোশাক খাতের নিরাপত্তা উন্নয়নে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিতে রাজি আছে। ওয়ালমার্ট স্টোরস ইনকরপোরেশন গত বৃহস্পতিবার বিনিয়োগকারীদের জানায়, ওয়ালমার্ট স্বল্প সুদে বাংলাদেশি গার্মেন্ট মালিকদের কারখানা ভবনের পরিকাঠামো উন্নয়নে এ ঋণ দিতে আগ্রহী। তারা জানায়, ওয়ালমার্ট ও গ্যাপ জুলাই মাসে ১০০ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা এরই অংশ। তবে এ জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতির দরকার হবে। সবকিছু চূড়ান্ত হলেই সুদের হার ঠিক করা হবে জানিয়েছেন ওয়ালমার্টের এক কর্মকর্তা। এদিকে ওয়ালমার্টসহ উত্তর আমেরিকার পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের পোশাক কারখানার কর্ম পরিবেশ উন্নয়নে ‘অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি’ নামে একটি জোট গঠন করে। তবে ইউরোপের পোশাক প্রতিষ্ঠানগুলো মার্কিন এই জোটেরও সমালোচনা করে। তারা জানায়, মার্কিনি জোটভুক্ত প্রতিষ্ঠানের পরিকল্পনার চেয়ে ইউরোপের পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর পরিকল্পনা আরও বেশি কার্যকরী। অপরদিকে ওয়ালমার্টের চিফ কমপ্ল্যায়েন্স অফিসার জে জোরগেনসেন বৃহস্পতিবার জানান, এ অর্থ কর্ম নিরাপত্তার জন্য সরাসরি ঋণ, নাকি শিপমেন্টের আগে মূল্য পরিশোধ করা হবে, নাকি অন্য কোনো উপায়ে এ অর্থ দেওয়া যেতে পারে সেসব বিষয় নিয়েই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। বছরের নভেম্বর মাসে আরেকটি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে আগুন লেগে ১১২ জন পোশাক শ্রমিক অগি্নদগ্ধ হয়ে মারা যান। এরপর থেকে পোশাক কারখানা ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এ জন্য বিদেশি পোশাক ক্রেতা প্রতিষ্ঠানকেও দায়ী করা হয়। স্বল্প মজুরিতে পোশাক কিনলেও শ্রম মান ও ভবনের নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই বলে সমালোচনার ঝড় ওঠে। এর পরই জুলাই মাসে বিখ্যাত মার্কিন পোশাক প্রতিষ্ঠান ওয়ালমার্ট ও গ্যাপ বাংলাদেশি পোশাক কারখানার পরিকাঠামো উন্নয়নে স্বল্প সুদে ঋণ দেওয়ার কথা জানায়। তাঃ- ৩১ আগস্ট, ২০১৩