অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকেঃআড়াই লক্ষ টাকা গচ্চা দিয়ে প্রতারকের ফাঁদে পরে ভূয়া ভিসায় বিদেশ গিয়ে একমাস কারাবরণ শেষে দেশে ফিরেছে বরিশালের আগৈলঝাড়ার এক যুবক। এব্যাপারে প্রতারকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগসূত্রে জানা গেছে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের কবির সরদারের ছেলে আরিফ সরদারকে বিদেশ নেওয়ার কথা বলে একই গ্রামের নুর আলম বেপারীর ছেলে প্রবাসী সালাম বেপারী তার অপর দুইভাই সাহেবআলী ও শাহআলমের মাধ্যমে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ভূয়া ভিসা দিয়ে ২০১৩ সালের ১১ অক্টোবর ওমান পাঠায়। ওমান বিমান বন্দরে চেকিং-এর সময় আরিফের জাল ভিসার প্রমাণ পেলে সেখানকার পুলিশ তাকে গ্রেফতার করে। একমাস কারাভোগের পর আরিফকে বাংলাদেশে পুশব্যাক করে। দেশে ফিরে এঘটনায় কয়েকদফা সালিশ বৈঠকে আরিফকে টাকা ফেরৎ দেওয়ার সিদ্ধান্ত হলেও ওই প্রতারক চক্র বিভিন্ন তালবাহানা শুরু করে। তারা আরিফ ও তার পরিবারের লোকদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গতকাল মঙ্গলবার আগৈলঝাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে।