প্রতারণা করে সরকার ক্ষমতায় থাকতে পারবে না: এমকে আনোয়ার
জি নিউজ অনলাইনঃ- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন প্রতারণা করে সরকার ক্ষমতায় থাকতে পারবে না, তিনি বলেন জনগণের চাহিদা মতো নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি চেয়ারপারসন সরকারকে সময় দিয়েছেন। কিন্তু তারা সে সুযোগ নিচ্ছে না। এভাবে জাতির সঙ্গে ছলনা করে ক্ষমতায় থাকা যাবে না। বিদায় নিতেই হবে। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস আয়োজিত ফিরোজা বেগম এক কিংবদন্তির নাম- শীর্ষক আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, যখন বিদায় নেবেন, তখনকার কথা চিন্তা করেন। বাঘের পিঠে উঠে বলবেন নামতে পারছেন না, তা হবে না। নামার চেষ্টা করেন।তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগের সব নেতাকে কেনা যায়। প্রধানমন্ত্রীকেও কেনা যায় এটা আমরা বলতে সাহস পাই না। তবে বিগত ওয়ান ইলেভেনের সময় কে কিভাবে বিক্রি হয়েছেন, আমরা সব শুনেছি। বলতে চাই না।
দেশে মহাসংকট চলছে দাবি করে তিনি বলেন, এ থেকে উদ্ধার পেতে হলে সংগ্রাম করতে হবে। জাতিকে রক্ষা করতে আরেকটি যুদ্ধ করতে হবে। যে সংগ্রামের কথা আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন।অনুষ্ঠানে, দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, চক্রান্তের বেড়াজাল ভেদ করে আমরা যদি একবার রাজপথে নেমে আসতে পারি, তাহলে এই অবৈধ ক্ষমতাসীন সরকার ক্ষমতায় টিকতে পারবে না।
রিজভী বলেন, আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের সবাই কথায় কথায় জিয়াউর রহমান ও তার পরিবারকে নিয়ে কটূক্তি করে। ইনুরাও কটাক্ষ করছে। তবে মনে রাখতে হবে, এ প্রধানমন্ত্রী কতটা প্রতিহিংসাপরায়ণ। তিনি সহজে ভুলে যান না, কাউকে ক্ষমাও করেন না। কারণ এ প্রধানমন্ত্রী ভালো করেই জানেন, তার পিতার বিরুদ্ধে যারা সশস্ত্র লড়াই করেছে, ইনু তাদের সেকেন্ড ইন কমান্ড।
তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তাদের এজেন্টদের দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার চেষ্টা করছে। জাতীয়তাবাদী শক্তি বিএনপিকে ধ্বংস করার জন্য সরকার দলের ভিতরে-বাইরে নানা ধরণের ষড়ষন্ত্র করছে। এ বিষয়ে সচেতন থাকার আহবান জানিয়ে তিনি বলেন, যারাই জাতীয়তাবাদীকে শক্তিকে ধ্বংস করার ষড়যন্ত্র করবে তাদেরকে রুখে দেয়া হবে।