অনলাইন ডেস্ক:- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে বিগত বছরগুলোয় সংঘটিত প্রতিটি হত্যা-গুম-খুনের জবাবদিহিতা এবং দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিতে হবে। তাকেই প্রতিটি হত্যার হিসাব দিতে হবে।
জাতীয় প্রেসক্লাবে গতকাল রোববার দুপুরে এক আলোচনা সভায় মির্জা ফখরুল উল্লেখ করেন,‘রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশের মতো গুম-খুনের ঘটনা ঘটেছিল শুধু ল্যাটিন আমেরিকায়। যেটি পরে জাতিসংঘের হস্তক্ষেপে মানবতার বিরুদ্ধে কঠিনতম অপরাধ হিসেবে বিবেচিত হয়েছিল।’
মির্জা ফখরুল বলেন, আমরা অঙ্গীকার করছি, অবৈধ এ সরকারকে ক্ষমতাচ্যুত করে প্রতিটি গুম হওয়া মানুষ ফিরিয়ে আনব। এবং প্রতিটি গুম-খুনের দায়ে তাদের বিচার করব।
আলোচনার শুরুতেই বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের আচরণ নিয়ে আক্ষেপ করেন। তিনি বলেন, ‘ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। কি নিদারুণ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি, ইতিহাসের আরও কোনও রাজনৈতিক সময়ে মনে হয় না, এতো কষ্ট, যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে।’
বিএনপির এই শীর্ষনেতা আরও বলেন, ‘বারবার আন্তর্জাতিক বিশ্বকে বলেছি, বই ছাপিয়েছি, সব জায়গায় দেন দরবার করেছি কিন্তু দানব এ সরকার দেশের সবগুলো অর্জনকে নষ্ট করে দিয়েছে।’
আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘তাদের দম্ভোক্তি দেখে মনে হয় দেশে একমাত্র তারাই রাজা; বাকিরা প্রজা।’ এসময় গণতন্ত্রের দরজা-জানলা বন্ধ করে দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
সিঙ্গাপুর বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিঙ্গাপুর বিএনপির সভাপতি আবদুল কাদের। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিঙ্গাপুর বিএনপি সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন। আলোচনা শেষে গুমের শিকার ২৪টি পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়।
প্রতিটি গুম-খুনের হিসাব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে হবে: ফখরুল
Share This