জি নিউজ বিডি ডট নেটের প্রতিনিধি গণ যাদের অক্রান্ত পরিশ্রম ও সহযোগিতা জি নিউজ বিডি ডট নেট এগিয়ে চলেছে। সকল প্রতিনিধি গণ আপনারা আপনার এলাকার সংসদ সদস্য ও জেলা, উপজেলা, ইউপি চেয়ারম্যান, সিটি ও পৌর মেয়র/জেলা প্রশাসক, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও বিশিষ্ট ব্যক্তি গণের ছবি সহ সাক্ষাৎকার ধর্মী সংবাদ ও ছবি পাঠাতে হবে। আর যে সকল প্রতিনিধি আমাদের জি নিউজ বিডি ডট নেট পরিবার নামের তালিকায় আছেন। অথচ নিয়মিত সংবাদ প্রেরণ করছেন না তাদের নাম জি নিউজ বিডি ডট নেট পরিবার থেকে বাতিল করা হবে এবং সে সকল শূন্য স্থানে জরুরী ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা ছবি, জীবন বৃত্তান্তসহ সংবাদ ই-মেইল- gnews939@gmail.com পাঠাতে হবে।- বার্তা সম্পাদক।
প্রতিনিধিদের দৃষ্টি আর্কষণ/ প্রতিনিধি আবশ্যক
Share This