জি নিউজ বিডি ডট নেট ঃ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শেখ হাসিনাআগামী দিনে ক্ষমতায় এলে দেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন । তিনি বলেন আমরা ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদন করেছি। আরও উত্পাদন করব। কেন পেরেছি? কারণ আওয়ামী লীগ লুটপাট করে না, জনগণ ও দেশের জন্য কাজ করে। বুধবার বিকেলে বাগেরহাটের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন ১ জানুয়ারিতেই আপনাদের ছেলেমেয়েরা বই পাচ্ছে। বিএনপিকে ভোট দিয়ে আপনার কী পেয়েছেন? তারা বাগেরহাটকে রক্তাক্ত জনপদ করেছে। তারা বোমা মেরে আওয়ামী লীগের ৮ জনকে হত্যা করেছে। বিএনপি-জামায়াত মানুষকে শান্তিতে ঘুমানোর পথ বন্ধ করে দিয়েছিল। ওরা শুধু জানে মানি লন্ডারিং, ঘুষ-দুর্নীতি করতে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর বিনা মূল্যে বই দিচ্ছি। আপনাদের সন্তানের পড়াশোনার দায়িত্ব আমরা নিয়েছি। বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে তিনি বলেন, “মানুষ হত্যা করে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে পারবেন না। যুদ্ধাপরাধের বিচারের রায় বাংলার মাটিতে কার্যকর হবেই। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশে এখন বিদ্যুৎ উৎপাদন অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে। ভারত থেকে বিদ্যুৎ আনা হয়েছে। এখন সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। তাঃ-১৩ নভেম্বর, ২০১৩