প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্যার্তদের সাহায্যে ১ কোটি টাকা অনুদান দিয়েছে ইসলামী ব্যাংক
জিনিউজঅনলাইনঃ– বন্যাদুর্গত ও নদী ভাঙনের শিকার অসহায় মানুষের সাহায্য ও পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। গত বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ অনুদানের চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস’র (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।