জি নিউজ বিডি ডট নেট ঃ- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সাক্ষাতকালে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা এবং প্রতিবেশী দুটি দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক জোরদারে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। শ্রীলংকায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার পর প্রধানমন্ত্রীর কলম্বো ছাড়ার আগে গতরাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কলম্বোয় বন্দরনায়েকে মেমোরিয়াল কনফারেন্স হলে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, উভয়ের সাক্ষাতকালে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত সকল চুক্তি এবং সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতিসহ দ্বিপাক্ষিক সকল বিষয়ে আলোচনা হয়। সূত্র –বাসস তাঃ- শনিবার, ১৬ নভেম্বর ২০১৩