রাঙামাটি জেলা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার রাঙামাটি সফরে আসছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা শহরে এখন সাজ সাজ রব। এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল শনিবার সকাল ১১টার দিকে প্রথমে বাঘাইছড়ি কেওক্রাডংয়ে আসছেন। সেখানে তিনি সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করবেন। এ সময় তিনি স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। পরে তিনি রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শুকরছড়িতে মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া প্রধানমন্ত্রী ভেদভিদতে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য, বরকল থানা ভবন, আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় ভবন, আসামবস্তি ব্রাহ্মণটিলা সংযোগ সেতু এবং পুরানবস্তি ও ঝুলক্ক্যাপাড়ার সংযোগ সেতু উদ্বোধনসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। বিকেলে তিনি রিজার্ভ বাজারের পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কেওক্রাডংয়ের পর্বতশৃঙ্গের চারদিকে কয়েকদিন আগে থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থা সতর্ক অবস্থায় রয়েছে।
সম্পাদনা/শাবানা মন্ডল /০২.১৮ঘ /২২ ফেব্রয়ারি
প্রধানমন্ত্রী রাঙামাটি যাচ্ছেন কাল
Share This