প্রধানমন্ত্রী হতে চায় মালালা

malala-yousafzai-05 11অনলাইন ডেস্ক,জি নিউজঃ- পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাই দেশটির প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ ব্যক্ত করেছে। গতবৃহস্পতিবার নিউইয়র্কে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানকে রক্ষায় এ আগ্রহের কথা প্রকাশ করে সে। সাক্ষাৎকারে ভবিষ্যতে মালালা রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে বলেছে, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাই। আমি আমার মাতৃভূমিকে রক্ষা করতে চাই ,মালালা বলছে, রাজনীতিবিদ হওয়াই ভাল। কারণ এর মাধ্যমে আমি আমার পুরো দেশকে রক্ষা করতে পারবো। এছাড়া বাজেটের অধিকাংশ অর্থ আমি শিক্ষা খাতে ব্যয় এবং বিদেশ বিষয়েও আমার মনোযোগ স্থির করতে পারবো।মালালা বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের মর্যাদাপূর্ণ শাখারভ পুরস্কার লাভ করে। পাকিস্তানের স্কুলছাত্রী ও নারী শিক্ষার পক্ষে প্রচারণাকারী মালালা ইউসুফজাইয়ের ওপর ২০১২ সালের ৯ অক্টোবর তালেবান জঙ্গিরা হামলা চালায়। পাকিস্তানে প্রাথমিক অস্ত্রোপচার শেষে মালালাকে উন্নত চিকিৎসার জন্য থেকে বার্মিংহামে নেয়া হয়। সেখানে এক স্কুলে লেখাপড়া করছে মালালা। সূত্র:- বিবিসি বাংলা তাঃ-১১ অক্টোবর, ২০১৩

Exit mobile version