জি নিউজ বিডি ডট নেট ডেস্ক ঃ- আপনার সঙ্গীর ভালোবাসা নিয়ে যদি মনে সংশয় জাগে তাহলে তাকে একটি অ্যাপ ব্যবহার করতে বলুন। ‘বিটুইন’ নামে এ অ্যাপটি বর্তমানে ব্যবহার করছেন এশিয়ার বহু তরুণ জুটি। অ্যাপটি প্রাইভেসি রক্ষাতেও কার্যকর বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস. বর্তমান স্যোশাল নেটওয়ার্কের যুগে প্রেমিক-প্রেমিকাদের প্রাইভেসি রক্ষা করা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এসব ঝামেলা থেকে মুক্ত হয়ে শুধু দুজনের জন্য ডিজিটাল সেফের মতোই একটি অ্যাপ বানিয়েছে সিউলভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান ভ্যালু ক্রিয়েটর্স অ্যান্ড কোম্পানি। অ্যাপটি গত দুই বছরে প্রায় ৫০ লাখ ডাউনলোড হয়েছে। দক্ষিণ কোরিয়ায় এর ব্যবহারকারীদের দুই তৃতীয়াংশেরই বয়স ২০-এর মাঝামাঝিতে।নির্মাতা প্রতিষ্ঠানটির সিইও পার্ক জেইউক বলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ক্লান্ত হয়ে পড়াদের জন্যই এ অ্যাপ। যতো বেশি মানুষ ফেসবুক, টুইটার ও চ্যাট সার্ভিসগুলো ব্যবহার করবে ততোই এর ব্যবহারকারী বাড়বে।অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ডিভাইস ও অ্যাপলের ডিভাইসে অ্যাপটি ইনস্টল করা যাবে। অধিকাংশ ক্ষেত্রেই অ্যাপটি ফ্রি দেওয়া হচ্ছে। এর মাধ্যমে জার্নাল রাকা, ভয়েস ম্যাসেজ বিনিময়, ছবি পোস্ট করা ও কমেন্ট করা যাবে। এছাড়া অ্যাপটিতে ভার্সনভেদে ফটো অ্যালবাম ও নোট করে তা মেমোরি বক্সে রাখা যাবে। সূত্র : ইন্টারনেট, এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন মনে রাখার ব্যবস্থাও রয়েছে এতে। তাঃ-০২ ফেব্রুয়ারি, ২০১৪,রবিবার।