মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে বহু জল্পনা কল্পনা শেষে এই প্রথম ৩ জুলাই বিকাল ৪টায় উপজেলা সমবায় কার্যালয়ে মনোনয়ন পত্র বিক্রি শেষ হয়েছে। উপজেলা সমবায় অফিসার আতিকুর রহমান জানান, চূড়ান্ত ২৯ জন ভোটারের মধ্য থেকে ৯টি পদে ১৪টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন এম খলিলুর রহমান (দৈনিক নয়াদিগন্ত), এম মোকাদ্দেস (দৈনিক মানবজমিন), আব্বাস উদ্দিন (দৈনিক স্বাধীনমত), হারুন অর রশিদ দুদু (দৈনিক তথ্যধারা)। সহ-সভাপতি পদে মীর জাহাঙ্গীর কবির (দৈনিক ইত্তেফাক), মুসা মিয়া (দৈনিক সরেজমিন)। সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী টিটু (দৈনিক ডেসটিনি/ডেইলী নিউজ পেপার), মেহেদী হাসান মাসুম (দৈনিক বাংলাদেশ সময়) প্রতিদ্বন্ধী প্রার্থী হয়েছেন। অন্যান্য পদে সহ-সাধারন সম্পাদক মুহাম্মদ আবু হেলাল (দৈনিক আজকের বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক আরএম সেলিম শাহী (দি ডেইলী মুসলিম টাইমস), অর্থ সম্পাদক ইউসুফ আলী সরকার (দৈনিক জনতা), প্রচার ও প্রকাশনা সম্পাদক রেফাজ উদ্দিন (সাপ্তাহিক আল মিনার) ও কার্যকরী সদস্য মোঃ বাদশা মিয়া (প্রথম বাংলা/সোনালী শীষ) ও আব্দুল হান্নান (দৈনিক নবতান) একক প্রার্থী হিসেবে মনোননয় পত্র সংগ্রহ করেছেন। ৪ জুলাই প্রার্থীদের মনোনয়ন পত্র জমা, বাছাই শেষে প্রার্থীর খসড়া তালিকা প্রকাশ, ৭জুলাই চুড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ।
প্রেসক্লাব ঝিনাইগাতীর মনোনয়ন পত্র বিক্রি শেষ
Share This