ফাইনালে কানাডিয়ান সুন্দরী বাউচার্ড

4 eugenie_bouchardস্পোর্টসডেস্কঃ– উইম্বলডন চ্যাম্পিয়নশিপ, রথম কোনো কানাডিয়ান হিসেবে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন সুন্দরী ইউজেনি বাউচার্ড। ২০ বয়সী বাউচার্ড রুমানিয়ার তৃতীয় বাছাই সিমোনা হালেপকে হারিয়ে ফাইনালে উঠেন।সেমিফাইনালে তিনি হালেপকে ৭-৬ [৭-৫], ৬-২ গেমে হারান। খবর বিবিসির,টুর্নামেন্টের ১৩তম বাছাই বাউচার্ড বছরের প্রথম দুটি গ্রান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ও ফ্রেন্স ওপেনের সেমিফাইনালে খেলেছিলেন। তবে শেষ পর্যন্ত জিতে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিলেন। তাই উইম্বলডনে ফাইনালে উঠা তার জন্য চলতি বছরের বড় সাফল্য। আগামীকাল অনুষ্ঠিত ফাইনালে তিনি ২০১১ সালের চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভার বিরুদ্ধে খেলবেন।

Exit mobile version