অনলাইন ডেস্ক, জি নিউজঃ-ডব্লিউটিএ টুর্নামেন্ট নিউ হ্যাভেন ওপেনে ফাইনাল নিশ্চিত করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেকপ্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। শুক্রবার অল চেক সেমিফাইনালে অবাছাই জ্যাকোপালোভাকে সরাসরি ৬-০ ও ৬-১ গেমে হারিয়েছেন তৃতীয় বাছাই কেভিতোভা। দিনের অপর সেমিফাইনালে কপাল পুড়েছে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকির। সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ানের বিপক্ষে সরাসরি ৬-২ ও ৭-৫ গেমে জয় পেয়েছেন রোমানিয়ার সিমনা হ্যালেপ। এ জয়ের ফলে অবাছাই এ হ্যালেপ ফাইনালে কেভিতোভার মুখোমুখি হবেন,এ খবর অনলাইনর
তাঃ-২৫ আগস্ট, ২০১৩