অনলাইন ডেস্ক ,জি নিউজঃ- সম্প্রতি ফিলিপাইনে আঘাত হানা ঘূর্ণিঝড়ের আঘাতে মৃতের সংখ্যা সাত হাজারে পৌঁছে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে জাতিসংঘ ওই এলাকায় ত্রাণ ও উদ্ধার ততপরতা জোরদার করার জন্য আহ্বান জানিয়েছে। ফিলিপাইন সরকার জানিয়েছে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫২৩৫ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছে আরো ১৬১৩ জন মানুষ। গত ১৫ নভেম্বর ফিলিপাইনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ানের তাণ্ডবে দেশটির মধ্যাঞ্চল ও উপকূলবর্তী অঞ্চল লণ্ডভণ্ড হয়ে যায়। ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে লেইটি ও সামার প্রদেশের বহু ঘরবাড়ি, স্কুল ও বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে। টাইফুনের আঘাতে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লেইতে দ্বীপের রাজধানী ট্যাকলোবানে অন্তত ২০ লাখ মানুষের বসবাস। সামুদ্রিক এ মহাঝড়ের গতিপথের আশপাশের এলাকাগুলোর ৭০ থেকে ৮০ ভাগ ঘরবাড়ি এবং স্থাপনা ধ্বংস হয়ে গেছে। খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কটে রয়েছে হাজার হাজার মানুষ। খবর রেডিও তেহরান এর তাঃ- শনিবার, ২৩ নভেম্বর ২০১৩
ফিলিপাইনে শক্তিশালী টাইফুনের মৃতের সংখ্যা সাত হাজারের আশঙ্কা
Share This