অনলাইন ডেস্ক,জি নিউজঃ- ঢাকা থেকে কলকাতাগামী ট্রেন মৈত্রী এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু হয়েছে। গতসোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ফের টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহের। তিনি বলেন, গতরোববার রাতে হঠাৎ মৈত্রী এক্সপ্রেসের কম্পিউটার সার্ভার সিস্টেমে জটিলতা সমস্যা দেখা দেয়। মৈত্রীর আলাদা সার্ভার না থাকায় অন্য সার্ভার দিয়ে টিকিট বিক্রি করা যায় নি। এতে কিছু যাত্রী টিকিট কাটতে এসে সমস্যায় পড়েছিলেন। বর্তমানে টিকিট বিক্রি চলছে বলে জানায় বাংলাদেশ রেলওয়ে। এর আগে গতসোমবার সকালে কলকাতাগামী এ ট্রেনের টিকিট কাটতে এসে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকাল থেকে বিকেল পর্যন্ত সার্ভারে জটিলতার কারণে টিকিট বিক্রি বন্ধ থাকে।উল্লেখ্য, মৈত্রী এক্সপ্রেস প্রতি শুক্র ও শনিবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কলতার উদ্দেশ্যে ছেড়ে যায়। কলকাতায় পৌছায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। শনি ও মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে ট্রেনটি বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়। বাংলাদেশে কেবল কমলাপুর স্টেশন থেকেই মৈত্রী এক্সপ্রেসের ট্রেনের টিকিট বিক্রি করা হয়।