জি নিউজ বিডি ডট নেট ঃ- আগামী শনিবার ভোর ৬টা থেকে দেশব্যাপী আবার সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। এবার ১৮-দলীয় জোট দিল পঞ্চম দফা অবরোধের ডাক। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিএনপির চেয়ারপারসনের গুলশানে কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ ঘোষণা দেন। সংবাদপত্র, ফায়ার ব্রিগেড অবরোধের আওতামুক্ত থাকবে। ১৮-দলীয় জোটের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচি আগামীকাল শুক্রবার সকাল ছয়টায় শেষ হওয়ার কথা। অবরোধ শেষ হতে না হতেই আবার নতুন করে অবরোধের কর্মসূচি দিল ১৮-দলীয় জোট। উল্লেখ -হরতাল-অবরোধসহ রাজনৈতিক সহিংসতায় গত ২৩ দিনে নিহতের সংখ্যা দাঁড়াল ১১৪। এদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল, নির্দলীয় সরকার গঠন ও দলের শীর্ষ নেতারে মুক্তির দাবিতে এই অবরোধ ডাক দিয়েছে ১৮-দলীয় জোট। ।তাঃ- ১৯ ডিসেম্বর ২০১৩