বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে গাইবান্ধায় সরিষা কাটার মাঠ দিবস

giগাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা সদর উপজেলায় বল¬মঝাড় ইউনিয়নের খামার বল¬মঝাড় গ্রামে স্বল্প মেয়াদে ফলন উপযোগি উন্নত জাতের বারি সরিষা-১৪ কাটার উপর এক কৃষক মাঠ দিবস মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ওই গ্রামের কৃষক আব্দুর রশিদ মিয়ার সরিষা কেটে মাঠ দিবসের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-রিচালক মীর আব্দুর রাজ্জাক। বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি সংগঠন আরডিআরএস বাংলাদেশ ওই কর্মসূচির আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরডিআএস এর কর্মসূচী ব্যবস্থাপক পোরসিয়া রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্ররসারন অধিদপ্তরের উপ-পরিচালক মীর আব্দুর রাজ্জাক, আরডিআরএস ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) পোরসিয়া রহমান, টেকনিক্যাল অফিসার কৃর্র্ষি মোঃ ছাইফুল ইসলাম, গবেষণা সহকারী কেজিএফ প্রকল্প মোঃ শরিফুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী স্কুল ফিডিং প্রোগ্রাম মোঃ কবির আলম, সাংবাদিক সরকার মোঃ শহীদুজ্জামান, তাজুল ইসলাম রেজা, আবেদুর রহমান স্বপন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হালিমুরজ্জামান প্রমূখ।

পোরশিয়া রহমান জানান, গাইবান্ধা জেলায় চলতি বছরে আমন মৌসুমে খরাসহিষ্ণু ব্রি-৫৬, ব্রি-৫৭ বিইউ ১ ধান কাটার পর একই জমিতে উন্নত জাতের ওই সরিষা চাষ করা হচ্ছে। শুধু সদর উপজেলায় ২৪০ জন কৃষকের ২৪০ বিঘা জমিতে ওই জাতের সরিষা চাষ করা হয়। কৃষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও বীজ দিয়ে সহায়তা করার পরও উদ্যোগী প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা সার্বক্ষণিক তরাকি করার ফলে আশাতীত ফলন পাওয়া গেছে। প্রতি বিঘায় সাড়ে ৫ থেকে ৬ মণ সরিষা উৎপাদিত হয়েছে।

শরিফুল ইসলাম জানান, অগ্রহায়ণের প্রথমেই কৃষক আলু ও সরিষা চাষ করতে পারবেন। আবার সরিষা কাটার পর মুগডাল চাষ, মুগডাল কেটে পারিজা ধান চাষের ফলে একদিকে যেমন মঙ্গার সময় কৃষকদের বাড়তি কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে অন্য দিকে তেমনি এই ফসল এর খড় গো-খাদ্য এবং কৃষকদের বাড়তি আয়ের যোগান দিচ্ছে।

 

Exit mobile version