অপূর্ব লাল সরকার ,আগৈলঝাড়া, বরিশালঃ বরিশালের গৌরনদী থানা পুলিশ ইল্ল¬া গ্রামের মাদক বিক্রেতা কুদ্দুস সরদারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করে। এঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে থানার এসআই স্বপন কুমার হাওলাদার ও সরোয়ার আলম ইল্ল¬া গ্রামের মাদক বিক্রেতা কুদ্দুস সরদারের বাড়িতে অভিযান চালায়। এসময় কুদ্দুসের বসতঘরের খাটের নিচে ও বাড়ির পাশে ডোবার মধ্যে লুকিয়ে রাখা ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কুদ্দুসসহ বাড়ির লোকজন পালিয়ে যায়।