গৌরনদী থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে থানার এসআই স্বপন কুমার হাওলাদার ও সরোয়ার আলম ইল্ল¬া গ্রামের মাদক বিক্রেতা কুদ্দুস সরদারের বাড়িতে অভিযান চালায়। এসময় কুদ্দুসের বসতঘরের খাটের নিচে ও বাড়ির পাশে ডোবার মধ্যে লুকিয়ে রাখা ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কুদ্দুসসহ বাড়ির লোকজন পালিয়ে যায়।