অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে দলীয় মনোনয়নপত্র কিনলেন সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ। এ আসনে আর কেউ মনোনয়নপত্র কেনেনি বলে জানা গেছে। শনিবার সকালে ঢাকা বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয় থেকে সাবেক চিফ হুইপ নিজে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় বরিশাল-১ আসনের এমপি এ্যাড. তালুকদার মো. ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও অব: এসপি মাহবুব উদ্দিন বীর বিক্রম, আওয়ামীলীগ নেতা এ্যাড. বলরাম পোদ্দার, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, গৌরনদী পৌর মেয়র মো. হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক মো. জসীম সরদার, শেফালী রানী সরকার, শ্রমিকলীগ নেতা ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা ¯স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারসহ গৌরনদী-আগৈলঝাড়া আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বরিশাল-১ আসনের বর্তমান এমপি এ্যাড. তালুকদার মো. ইউনুস বরিশাল-২ ও বরিশাল-৫ এবং অব: এসপি মাহবুব উদ্দিন বীর বিক্রম বরিশাল-৫ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।