অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশাল-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে কোন উত্তাপ নেই। সাধারণ ভোটাররা এতে খুশি হতে পারেনি।
জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ দল থেকে আওয়ামীলীগ প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এসএম রহমান পারভেজ। দলীয় সিদ্ধান্তের কারণে এ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তাই এ আসনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় আওয়ামীলীগ প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ বেসরকারীভাবে নির্বাচিত হন। জাতীয় সংসদ নির্বাচনে তাই এ আসনে নেই কোন নির্বাচনী আমেজ বা প্রচার-প্রচারণা। তাই সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মাঝে নেই খুশির আমেজ। এ আসনে নির্বাচন বিরোধী কোন কর্মসূচি নিয়ে ১৮দলীয় নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। নির্বাচন বিরোধী আন্দোলন-সংগ্রামে কেন্দ্রীয় কোন বিএনপি নেতার কোন সম্পৃক্ততা নেই। ১৮দলীয় নেতাকর্মীরা মাঝেমধ্যে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নিলেও প্রশাসনের বাঁধার মুখে তা পন্ড হয়ে যায়। তাই এ উপজেলায় বিএনপি তথা ১৮দলীয় নেতাকর্মীদের মাঝেও অসন্তোষ বিরাজ করছে। একক এই নির্বাচন প্রতিহত করতে আন্দোলনে কেন্দ্রীয় নেতাদের অনুপস্থিতি এবং কোন নির্দেশনা না থাকায় তাদের মনে চরম হতাশা দেখা দিয়েছে। এ আসনে ১২ ইউনিয়ন ও একটি পৌরসভা থাকলেও আওয়ামীলীগ প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হওয়ায় ভোটার ও নেতাকর্মীদের মাঝে কোন নির্বাচনী আমেজ না থাকায় অনেকেই পার্শ্ববর্তী উজিরপুর উপজেলায় গিয়ে এ্যাড. ইউনুস তালুকদারের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন।