জি নিউজ বিডি ডট নেট ঃ- বিএনপি যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন বর্তমানে এই সরকার অবৈধ তাদের যেকোনো নির্দেশ অবৈধ। প্রশাসনের যারা এটি মান্য করবেন তাদের কাজও হবে অবৈধ। এ ছাড়া সচিব ও মন্ত্রণালয়ের কর্মচারীদের উদ্দেশে রিজভী বলেন, আপনারা মন্ত্রীদের কথা অনুযায়ী কোন কাজ করবেন না, যদি করেন তাহলে সেটা হবে অবৈধ।
। তাই অবৈধ নির্দেশ নিয়ে জনগণের ওপর জুলুম করলে এর পাল্টা ব্যবস্থা করা হলে তা হবে ন্যায়সঙ্গত। এদিকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীতে যেকোনো কর্মসূচি পালন করতে গিয়ে স্বৈরাচারী সরকারের ছুঁড়ে দেওয়া বুলেটকে প্রতিহত করতে প্রয়োজনে নিজের শরীরকে ঢাল হিসেবে ব্যবহার করতে হবে। আজ বুধবার বিকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টার হরতালের শেষ দিনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবীর রিজভী বলেন, সারাদেশ এখন আন্দোলন সংগ্রামে অগ্নিগর্ভ হয়ে উঠেছে। দেশ যখন কার্যত রাজধানী ঢাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন প্রধানমন্ত্রী জনমত উপেক্ষা করে ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে সারাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করতে কার্পণ্য করছেন না। রিজভী বলেন, প্রতিদিনের মতো আজও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর সরকারদলীয় ক্যাডার কর্তৃক সাজানো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঝাঁপিয়ে পড়েন। মহিলা সংসদ সদস্যদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক আচরণ দেখে মনে হচ্ছে আমরা এক কা-জ্ঞাহীন, উচ্ছৃঙ্খল পুলিশি রাষ্ট্রে বসবাস করছি। রুহুল কবীর রিজভী বলেন, দেশের প্রধান বিরোধী দলের নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। যখন দলমত নির্বিশেষে দেশের প্রায় সব মানুষ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে উত্তাল আন্দোলনে উদ্বেল হয়ে উঠেছে তখন প্রধানমন্ত্রী এই সার্বজনীন মত ও জাতীয় ঐকমত্যের ধারণাকে চরমভাবে উপেক্ষা করে যাচ্ছেন। রুহুল কবীর রিজভী বলেন, সরকার ও শাসক দলের নেতারা যেমন বিরোধী দলের সঙ্গে সংলাপ নিয়ে তামাশা করেছেন, সংলাপে বসা না বসা নিয়ে এক একদিন এক এক রকম কথা বলছেন ঠিক তেমনি এখন সংবিধান লঙ্ঘন করে উদ্ভট কথাবার্তা বলে জনদৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সংবিধান অনুযায়ী কোনো মন্ত্রী পদত্যাগ করা মাত্রই তা কার্যকর হওয়ার কথা। কিন্তু সরকার এখানেও গায়ের জোর খাটাচ্ছেন। তাই তারা সুতা কাটা ঘুড়ির মতো সংবিধানকে আকাশের শূন্য দিগন্তে উড়িয়ে দিয়ে একতরফা নির্বাচনের দিকেই হাঁটছেন। পুলিশ প্রশাসন বিএনপির কথা শুনছে না কেন সাংবাদিকদের এমন প্রশ্নে উত্তরে রিজভী আহমেদ বলেন, সরকার তাদেরকে বিশেষ সুযোগ-সুবিধা দিয়ে তাদের দলীয় বাহিনীতে পরিণত করেছে। কিছু অতি উৎসাহী বিশেষ অঞ্চলের বিশেষ আদর্শের পুলিশ সদস্যরা জনগণের ওপর অত্যাচার করছে। জনগণ সহ্য করবে না। একদিন আন্দোলনের মাধ্যমে তার জবাব দিবে। আগামী দিনে নতুন কোনো কর্মসূচি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে দলের সর্বোচ্চ ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঃ- ১৩নভেম্বর ২০১৩