জি নিউজঃ-জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হবে না হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, এই নির্বাচন কমিশন দুর্বল হয়ে গেছে। জনগণের কোনো আস্থা নেই। তাই এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।গত সোমবার বিকেলে নিজ বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এমন একজনকে বেছে নিতে হবে, যেন সবাই তাকে চাই এবং সবার আস্থা থাকে। আর এর জন্য আলোচনার মাধ্যমে দুই নেত্রীকে সমাধানে পৌঁছাতে হবে। ‘সংবিধান থেকে এক চুল নড়া হবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, এটি কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। এক প্রশ্নের জবাবে প্রবীণ এ রাজনীতিক বলেন, মহাজোট থেকে আমার সুবিধা মতো বের হবো। আমি আমার সুবিধার রাজনীতি করি। কারোর সুবিধার জন্য নয়। সাবেক এ সেনাশাসক বলেন, ইয়াবার ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে হলে সেনাবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা তুলে দিতে হবে।
বর্তমান (ইসি) অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : হুসেইন মুহম্মদ এরশাদ
Share This