জি নিউজঃ-আওয়ামী লীগ সভানেত্রী ও জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে বলেছেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। শুক্রবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ মহাসচিব বান কি মুন টেলিফোনে কথা বললে তিনি তাকে এ কথা জানান। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিবকে জানিয়েছেন- সংবিধান মেনেই আগামী জাতীয় নির্বাচন হবে। আগামী মাসে সংসদের অধিবেশন ডাকা হয়েছে। বিরোধী দল যদি কোনো প্রস্তাব নিয়ে আলোচনা করতে চায়, তাহলে সরকার তাদের ওয়েলকাম জানা, জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী। আগামী নির্বাচনে জনগণ যাতে সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে- তার সব পদক্ষেপ নেয়া হবে।নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে সরকারের সংলাপের বিষয়ে জাতিসংঘের মহাসচিব জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ‘আমরা সংলাপের কথা আগেই বলেছি। বিরোধী দলকে বলেছিলাম আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে। কিন্তু বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আলটিমেটামের মাধ্যমে তা বানচাল করে দেন।এছাড়া জাতিসংঘের মহাসচিব বান কি মুন বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের উন্নয়ন এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পরদিন এক অনুষ্ঠানে বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন তার দল মানবে না। জি নিউজ বিডি ডট নেট /তা;- ২৩ আগস্ট ২০১৩