জি নিউজ বিডি ডট নেট ঃ- বর্তমান সরকার অবৈধ। তারা যেভাবে মারামারিতে লিপ্ত হচ্ছে তাতে আমরা চুপ করে থাকলেও তাদের টিকে থাকার কোন সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে স্বাধীনতা ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে। তিনি আরো বলেন, ৫ তারিখে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের জানাজা হয়ে গেছে, এখন তাদের দাফন বাকি মাত্র। গয়েশ্বর বলেন, গত ৫ জানুয়ারি নির্বাচনে সংখ্যালঘুরা ভোট দিতে যায়নি বলেই তাদের উপর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে প্রধানমন্ত্রী নির্লজ্জের মত পিঠা উৎসব করেছেন।এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহর প্রমুখ। তাঃ-০৪ ফেব্রুয়ারি, ২০১৪