বিনোদন ডেস্কঃ- বলিউডের নায়িকারা যেখানে খানদের সঙ্গে ছবি করতে পেরে গর্ব বোধ করেন সেখানে সদ্য বলিউডে পা দেওয়া পরিণীতি চোপড়া, হাতের সুযোগ পায়ে ঠেললেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিণীতি জানিয়েছেন কেরিয়ারের শুরুতেই খানদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু ছবিতে নিজের চরিত্র নিয়ে খুশি না থাকায় আমির খান, শাহরুখ খান, সালমান খানের সঙ্গে ছবির অফার ত্যাগ করেন পরিণীতি। পরিণীতি জানিয়েছেন, ‘ছবিতে নিজের চরিত্র নিয়ে আমি একটু বেশিই সচেতন। তাই চরিত্র ছাড়া আর কিছুই ভাবিনা। আমার বিপরীতে খানরা আছেন, না অন্য কেউ সেটা খুব একটা বিষয় না।’যশ চোপড়ার অফিসে পাবলিক রিলেশনের কাজ করতেন পরিণীতি। সেখানে থেকে ছবির প্রথম অফার। ‘লেডি ভার্সেস রিকি বহেল’ ছবিতে সহনায়িকা হয়েও নজর কাড়েন তিনি। তারপর ‘ইশকজাদে’, ‘শুদ্ধ দেশি রোম্যান্স’, ‘হাসি তো ফসি’তে বেশ প্রশংসা কুড়িয়েছে তাঁর অভিনয়। আপাতত, পরিণীতি ব্যস্ত ‘দাওয়াতে-ইশক’ ও ‘কিলবিল’-এর শ্যুটিংয়ে। সূত্র-ইন্টারনেট
বলিউডের খানদের সাথে অভিনয় ছাড়লেন-পরিণীতি
Share This