অনলাইন ডেস্ক ঃ- শেখর কাপুর পরিচালিত পরবর্তী সিনেমা ‘পানি’ তে অভিনয় করবেন অস্কারজয়ী হলিউডি অভিনে ত্রী জেনিফার লরেন্স— এমন গুঞ্জনই চলছে টিনসেল জুড়ে। এশিয়ান নিউজ সার্ভিস জানায়, যদি ‘পানি’ সিনেমায় জেনিফার অভিনয় করেন, তবে বলিউডি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। ইউনিভার্সাল পিকচার্সের বরাতে সংবাদমাধ্যমটি জানায় বলিউডের অন্যতম ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে ‘পানি’। এ সিনেমা নির্মাণ করতে প্রায় দেড়শ’ কোটি রুপি ব্যয় হবে বলে জানা গেছে। নির্মাতারা মনে করছেন, এমন ব্যয়বহুল একটি সিনেমার সঙ্গে যদি জেনিফার লরেন্সের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অভিনেত্রী যুক্ত হন তবে চলচ্চিত্রটির জনপ্রিয়তা বৃদ্ধি পাবে খুব সহজেই। ‘সিলভার লাইনিংস প্লেবুক’ সিনেমায় অভিনয় করে ২০১৩ সালে অস্কার জয় করেন জেনিফার লরেন্স। তার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’ সিনেমাও সাড়া জাগিয়েছে বক্স অফিসে। সূত্র : ইন্টারনেট,