জি নিউজ ঃ সাভারে বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় আহত লোকজনের জন্য রক্তের প্রয়োজন। আহত লোকজনের বেশির ভাগই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের জন্য রক্তের প্রয়োজন।
এ ছাড়াও আহত অনেককে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে। তাঁদের জন্য জরুরি ভিত্তিতে রক্তের আবেদন জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আগ্রহী ব্যক্তিরা এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে গিয়ে রক্ত দিতে পারেন। শাহবাগ গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলে একটি ব্লাড ক্যাম্প খোলা হয়েছে। আগ্রহী যে কেউ গণজাগরণ মঞ্চে গিয়ে সাভারের দুর্ঘটনায় আহতদের জন্য রক্ত দিতে পারবেন।
সাভারের ভবন ধসের ঘটনায় আহত লোকজনের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শুরু করেছে প্রধান বিরোধী দল বিএনপি। দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান জানান, বিএনপি ও বিএনপি-সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) তত্ত্বাবধানে আজ বিকেল পাঁচটা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এই কর্মসূচি শুরু হয়েছে। তিনি দলের নেতা-কর্মীদের রক্ত দেওয়ার আহ্বান জানান।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান, আহতদের পাশে দাঁড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার। বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে রক্ত সংগ্রহের জন্য একটি ক্যাম্প খোলা হয়। বাঁধন ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহযোগিতায় রক্তদান কর্মসূচি পরিচালিত হয়।
সাভারের মর্মান্তিক দুর্ঘটনায় আহত লোকজনের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। এ লক্ষ্যে কোয়ান্টাম তাদের ব্লাড ব্যাংকে সংরক্ষিত রক্ত কোনো রকম সার্ভিস চার্জ ছাড়া সরবরাহের কথা জানিয়েছে। বিনা মূল্যে যেকোনো গ্রুপের রক্ত সংগ্রহের জন্য স্বেচ্ছা রক্তদান কার্যক্রম, কোয়ান্টাম ফাউন্ডেশন, ৩১/ভি, শিল্পাচার্য জয়নুল আবেদীন সড়ক, শান্তিনগর, ঢাকা-১২১৭-এ যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।