জি নিউজঃ- বহুল আলোচিত পদ্মা সেতুর নির্মাণ কাজ বর্তমান সরকারের আমলে শুরু হবে বলে জানিয়েছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে তার সরকারি বাসভবন গণভবনে শরীয়তপুর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ের সময় একথা বলেন দলের সভানেত্রী শেখ হাসিনা। এসময় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের বিষয়টি আবারও উল্লেখ করেন তিনি। আগামী এক মাসের মধ্যে সেতু নির্মাণের আন্তর্জাতিক দরপত্র ডাকা হবে -জানিয়ে প্রধানমন্ত্রী শনিবার বলেন, -সরকারের এ মেয়াদে পদ্মা সেতুর নির্মাণের কাজ শুরু হবে। পদ্মা সেতু প্রকল্প সম্পন্ন হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে জনগণ ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনলে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করা হবে। গত সপ্তাহে যোগাযোগমন্ত্রী জানান,পদ্মা সেতু নির্মাণের দরপত্র আগামী ৩০ জুন ডাকা হবে । দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু প্রকল্পে ঋণ দিতে বিশ্ব ব্যাংকসহ কয়েকটি আন্তর্জাতিক দাতা সংস্থার সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়েছিল। ২৯০ কোটি ডলারে ছয় কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণে বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার ঋণ দেয়ার কথা ছিল। এছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি ও আইডিবিও ১৪ কোটি ডলার ঋণ দিতে চুক্তি করে বাংলাদেশ সরকারের সঙ্গে। তবে পরবর্তী সময়ে প্রকল্পের পরামর্শক নিয়োগ নিয়ে ‘দুর্নীতির’ অভিযোগ তুলে ঋণ সহায়তা বাতিল করে বিশ্ব ব্যাংক। একই সঙ্গে সরে যায় অন্য দাতা সংস্থারাও। এরপর নিজস্ব অর্থায়নে সেতু প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে পদ্মা সেতু প্রকল্পের জন্য ছয় হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দ রাখা প্রস্তাব কার হয়েছে। চলতি অর্থবছরের (২০১২-১৩) সংশোধিত বাজেটে পদ্মা সেতু প্রকল্পে বরাদ্দ রাখা হয় এক হাজার পাঁচ কোটি টাকা। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ ,প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দফতর সম্পাদক এডভোকেট আব্দুল মান্নান খান ও কেন্দ্রীয় নেতা এনামুল হক শামিম