অনলাইন ডেস্ক:- বিএনপি নেতৃত্বাধীন জোটে আবারও ভাঙনের সুর শোনা যাচ্ছে৷ এবার জোট থেকে বেরিয়ে যেতে জোট নেত্রী খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) একাংশ৷বিএনপি নেতৃত্বাধীন জোটে আবারও ভাঙনের সুর ,তারা এই সময়ের মধ্যে ‘অধিকতর গণতান্ত্রিক চর্চা’সহ পাঁচ দফা দাবি পূরণ করতে বলেছে৷ অন্যথায় তারা আর জোটে থাকবে না বলে জানিয়েছে৷ এর আগে গত ২৪ আগস্ট ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলুর নেতৃত্বে একটি অংশ জোট থেকে বেরিয়ে যায়৷ তারও আগে ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের পর ন্যাপ ভাসানী জোট ছেড়ে যায়৷
এদিকে পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন জোট গঠনের উদ্যোগ আরও এগিয়েছে৷ নতুন এই জোটের এগারো দফা ‘বিকল্প শক্তি সমাবেশের কর্মসূচি’ ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে৷ আগামী মাস থেকেই এই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবেন জোটের উদ্যোক্তারা৷ এই জোটের নেতৃত্বে আছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন৷
তগতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এনডিপির একাংশের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মজুমদার বলেন, ‘‘ভারতের বিষয়ে জোটনেত্রীকে তাঁর অবস্থান স্পষ্ট করতে হবে৷ জোটের সর্বসম্মত সিদ্ধান্ত ব্যতিরেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে৷ জনগণের আশা-আকাঙ্খা পূরণে আন্দোলনের তেমন কোনো কর্মসূচি নেই৷ জোটে অধিকতর গণতন্ত্র চর্চা করার সুযোগ সৃষ্টি করতে হবে৷ ধর্মভিত্তিক রাজনীতির বিষয়ে বিএনপির অবস্থান কী তাও পরিষ্কার না৷ এসব বিষয়ে একটা সুরাহা করতে জোট নেত্রীকে আমরা ৭২ ঘণ্টা সময় দিচ্ছি৷”
বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে গেলে নতুন জোট গঠন করবেন বলে জানান আলমগীর মজুমদার৷ এনডিপির চেয়ারম্যান পদ থেকে খোন্দকার গোলাম মূর্তজাকে অব্যাহতি দিয়ে তাঁকে দল থেকে বহিষ্কার করার কথাও বলেন নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মজুমদার৷ খোন্দকার গোলাম মূর্তজার নেতৃত্বে এনডিপির মহাসচিব ছিলেন আলমগীর মুজমদার৷ নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে আলিনুর রহমান খান সাজুকে পরিচয় করিয়ে দেয়া হয়৷ আলমগীর মজুমদার বলেন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকা সফরে এলে তাঁর সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ না করা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘অথচ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাতেরজন্যঘণ্টার পর ঘণ্টা হোটেলে গিয়ে অপেক্ষা করতে হয়েছে তাঁকে৷”
এদিকে আগামী মাসেই মাঠে নামতে যাচ্ছে ৫টি দলের সমন্বয়ে নতুন জোট৷ তাদের কার্যক্রমও অনেক দূর এগিয়েছে৷ নতুন জোটের কর্মসূচির মধ্যে রয়েছে ১১ দফা৷ এর প্রধান দুই দফা হচ্ছে এক, প্রধানমন্ত্রী হিসেবে একই ব্যক্তির পরপর দুই মেয়াদের বেশি ক্ষমতায় না থাকার বিধান এবং দুই, সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে না যাওয়ার বিধান সংবলিত সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করা৷ এছাড়া অন্তবর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন, বর্তমান সংসদের গঠন কাঠামো ও প্রতিনিধিত্ব পদ্ধতি সংস্কার, নির্বাচন কমিশন ও পাবলিক সার্ভিস কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং দলীয় প্রভাব ও হস্তক্ষেপ না থাকার বিষয় নিশ্চিত করা ও গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থি সব কালাকানুন বাতিল৷
ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম, দেশের অন্যতম দুই বামপন্থি রাজনৈতিক দল সিপিবি ও বাসদ, আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এবং মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যকে নিয়ে পাঁচদলীয় এই জোট গঠনের তৎপরতা চলছে৷ পর্যায়ক্রমে মুক্তিযুদ্ধের পক্ষের অন্যান্য গণতান্ত্রিক দল ও শক্তিকেও এ জোটে নিয়ে আসার প্রচেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন জোটের উদ্যোক্তারা৷
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম নতুন জোট গঠনের তৎপরতা বিষয়টি নিশ্চিত করে ডয়চে ভেলেকে বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে আমরা নিজ নিজ অবস্থানে থেকে এবং যুগপৎভাবে প্রচেষ্টা চালাব৷খবর:ডিডাব্লিউ, বিভিন্ন ইস্যুতে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন গড়ে তুলব৷ সে প্রক্রিয়ার অংশ হিসেবেই নতুন জোট করা হচ্ছে৷ পাশাপাশি বিকল্প কর্মসূচি ও বিকল্প শক্তি গড়ে তোলা হবে৷