অনলাইন ডেস্ক:- বাংলাদেশের শতকরা ৬৭ শতাংশ মানুষ চায় আগামী নির্বাচন হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই । এমনি তথ্য এসেছে আন্তর্জাতিক সংস্থার পরিচালিত একটি জরিপ থেকে। এই জরিপে বলা হয়েছে, বাংলাদেশের ৬৭ শতাংশ মানুষ মনে করেন, আগামী সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হওয়া উচিত।
বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রবিষয়ক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সাম্প্রতিক এক জনমত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে ।
গত ২৩ মে থেকে ১০ জুন ১৮ থেকে বেশি বয়সের ২৫৫০ জন নারী-পুরুষ এই জরিপে অংশ নেন। জরিপে অংশগ্রহণকারীদের অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। বাংলাদেশের সাতটি বিভাগে পরিচালিত জরিপে অংশগ্রহণকারীদের ৭৪ শতাংশ গ্রামে এবং ২৬ শতাংশ থাকেন শহরে।