বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে:প্রধানমন্ত্রী
জি নিউজ অনলাইনঃ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশী বিনিয়োগকারীদেরকে তাদের ব্যবসা সম্প্রসারণে বাংলাদেশের উন্মুক্ত বাজার অর্থনীতি, বিনিয়োগবান্ধব পরিবেশ, দক্ষ জনশক্তি ও কৌশলগত ভালো অবস্থানের সুবিধা নেয়ার আহ্বান জানিয়েছেন।গতকাল বুধবার রাজধানীতে ‘আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম-২০১৪’ শীর্ষক সেমিনার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সরকার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এফডিআই আকর্ষণকে আরো বিনিয়োগবান্ধব ও সহজতর করতে বদ্ধপরিকর।’
শেখ হাসিনা এ ফোরামকে আঞ্চলিক প্রতিবেশীদের সাথে আরও নিবিড় সহযোগিতা এবং আলোচনার মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উল্লেখযোগ্য ধাপ হিসেবে বিবেচনা করার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশকে একটি গতিশীল ও বিকাশমান অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অংশ নেয়ায় বিনিয়োগকারীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আমরা বিনিয়োগ আকর্ষণে কী কী সুবিধা দিচ্ছি তা আপনারা প্রত্যক্ষভাবে যাচাই করুন।’
দেশী-বিদেশী বিনিয়োগ আকর্ষণ করতে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিওআই) দিনব্যাপী এই বিনিয়োগ ফোরামের আয়োজন করে। এ উপলক্ষে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির ওপর মোট তিনটি অধিবেশন অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশের বিজনেস রেগুলেশনের ওপর ৬টি বই প্রকাশ করা হয়।ফোরামে বাংলাদেশসহ মোট ২১টি দেশের প্রায় ছয়’শ বিনিয়োগকারী অংশ নেয়।বিজনেস ফোরামের অনুষ্ঠানে ব্যবসায়ী এবং সরকারী-বেসরকারী খাতের জ্যেষ্ঠ কর্মকর্তারা উল্লেখ করেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগ অনুকূল পরিবেশ বিরাজ করছে। তবে অধিকহারে বিদেশী বিনিয়োগ আকর্ষণে এই পরিস্থিতির আরো উন্নতি হওয়া দরকার। এর জন্য বিদ্যুৎ, গ্যাস এবং অবকাঠামো স্বল্পতা দূর করতে হবে বলেও তারা অভিমত ব্যক্ত করেন।
বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের অগ্রগতির কথা তুলে ধরে আনুষ্ঠানের সভাপতি এস এ সামাদ বলেন, “বর্তমানে এখানে ঝামেলামুক্ত এবং কোনো হয়রানি ছাড়াই বিনিয়োগ করা সম্ভব। কোম্পানি রেজিস্ট্রেশনসহ বিনিয়োগ সংশ্লিষ্ট কার্যাদি অনলাইনে দ্রুততার সঙ্গে করা যাচ্ছে। সামষ্টিক অর্থনীতির সূচকগুলো যথেষ্ট ভালো।”
বিওআই চেয়ারম্যান ড. এস এ সামাদের সভাপতিত্বে অধিবেশনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)’র সভাপতি রোকেয়া এ রহমান, বিসনেজ ইনিশিয়েটিভ লিডিং ডেভলপমন্ট (বিল্ড)’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, রফতানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান সুভাশীষ বোস ও চীট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব কুমার জেন আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য দিলীপ কুমার দাস।