জি নিউজ ঃ জাতীয় সংদের স্পিকার নির্বাচিত হচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী।
গুরুত্বপূর্ণ এ সাংবিধানিক পদে প্রথমবারের মতো নির্বাচিত করা হচ্ছে একজন নারীকে।
সোমবার একটি অনলাইন সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগ্রহী হওয়ার কারণে আওয়ামী লীগের নীতি নির্ধারক পযার্য় থেকে শিরীন শারমিনের প্রতি সমর্থনও দেওয়া হয়েছে বলেও জানায় ঐ পত্রিকাটি।
খবরে বলা হয়, পাশপাশি ডেপুটি স্পিকার পদেও আসছে পরিবর্তন। বর্তমান ডেপুটি স্পিকার কর্ণেল (অব) শওকত আলীকে প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
রাষ্ট্রপতি পদে অ্যাডভোকেট আবদুল হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় স্পিকার পদটি শূন্য রয়েছে। এ পদে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও শিরীন শারমিন চৌধুরীর স্পিকার হওয়া প্রায় নিশ্চিত বলে জানিয়েছেন একাধিক সূত্র।
আর শিরীন শারমিন চৌধুরী স্পিকার হলে তিনি হবেন বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার। তবে ডেপুটি স্পিকার কে হবেন তা নিয়ে এখন পর্যন্ত কাউকে চূড়ান্ত করা হয়নি।
সংশ্লিষ্টদের মতে, একাধিক ব্যক্তির নাম আলোচনায় এলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদে একজন নারীকে নির্বাচিত করতে আগ্রহ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, কৃষিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নারী হওয়ায় আর্ন্তজাতিক অঙ্গনে নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচায় স্থান পায় বাংলাদেশ। এ ক্ষেত্রে স্পিকার হিসেবে একজন নারীকে নির্বাচিত করলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলেও জানান সংশ্লিষ্টরা।