অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :অগ্রনী ব্যাংকের পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার বলেন, সাম্প্রদায়িক সৌহার্দ্য ও সহাবস্থানের একটি অনন্য দৃষ্টান্তের দেশ বাংলাদেশ। বাংলাদেশের ধর্মীয় উৎসবগুলো শান্তি ও সৌহার্দ্যরে মধ্যে দিয়ে পালিত হয়ে আসছে। পবিত্র ঈদ-উল-ফিতর, শারদীয় উৎসব, বৌদ্ধ পূর্ণিমা ও বড়দিন স্ব স্ব ধর্মের উৎসব হলেও তা হয়ে ওঠে সকল বাঙ্গালীর উৎসব। এক ধর্মের লোক অন্য ধর্মের উৎসবে আন্তরিকভাবে এগিয়ে এসে আনন্দ ভাগাভাগি করে নেয়। প্রকৃতপক্ষে সব ধর্মের মর্ম কথা এটাই- প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে এবং অন্য ধর্মের অনুসারীরা তাতে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে।
গতকাল শুক্রবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলার ঐতিহাসিক কবি বিজয় গুপ্ত প্রতিষ্ঠিত মনসা মন্দির প্রাঙ্গণে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনসা মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান দুলাল দাশগুপ্তের সভাপতিত্বে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, গৌরনদীর বার্থী তারা মায়ের মন্দির কমিটির সভাপতি সাবেক এসপি শান্তুনু ঘোষ, সাধারণ সম্পাদক প্রণব রঞ্জন দত্ত বাবু, অধ্যাপক রনজিৎ বাড়ৈ, গৈলা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু,অবসরপ্রাপ্ত শিক্ষক ফণি ভূষণ কর্মকার, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রমণী কান্ত সরকার প্রমুখ।