জি নিউজঃ-বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টায় সময় তিনি মারা গেছেন এই অভিনেতার। তার বয়স হয়েছিলো ৮২ বছর। স্কয়ার হাসপাতালের কর্তব্যরত একজন চিকিৎসক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “রাত প্রায় আড়াইটার দিকে তিনি মারা যান। বর্ষীয়ান এই অভিনেতা অসুস্থতা নিয়ে গত ১৮ অগাস্ট স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এক সপ্তাহ পর চিকিৎসকরা জানান, তেমন বড় কোনো সমস্যা নয়। গতবৃহস্পতিবার বিকালে আনোয়ার হোসেনের তার অবস্থার খোঁজ নিতে স্কয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি তার পরিবারের সদস্যদের ১০ লাখ টাকা অনুদানও দেন। নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করে মুকুটহীন সম্রাটের পরিচিতি পেয়েছিলেন আনোয়ার হোসেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। ১৯৫৮ সালে ‘তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন এই অভিনেতা
বাংলার জনপ্রিয় অভিনেতা আনোয়ার হোসেন আর নেই
Share This