গাইবান্ধা প্রতিনিধি: বালাসী–বাহাদুরাবাদ ঘাটের মধ্যে পুনরায় ফেরি যোগাযোগ ব্যবস্থা চালু হলে উত্তরাঞ্চলের উন্নয়ন সাধিত হবে। সেই সাথে এখানকার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে বলে অনুষ্ঠানের প্রধান অতিথি ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ফেরিঘাট থেকে নদী পথে গাইবান্ধার বালাসীঘাটে গত বুধবার এক পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তার সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ।
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উত্তরাঞ্চলের প্রধান শত্রু হলো চিরায়ত মঙ্গা, অভাব এবং জঙ্গীবাদের উত্থান। তাই এ অঞ্চল থেকে মঙ্গাকে যেমন বিদায় করা হয়েছে, তেমনি জঙ্গিবাদকেও বিতাড়িত করে সরকার সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। তিনি বলেন, এই সরকার পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে শুধু মাত্র উন্নয়ন ও জনকল্যাণে নিবেদিত কাজ করার জন্য।
নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, বিএনপিসহ ১৯ দল যে সহিংসতা চালিয়েছে তাতে দেশে উন্নয়ন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বাংলাদেশের উন্নয়ন অব্যহত রাখতে সৃষ্টিকর্তা আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে বালাসী থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত পুনরায় ফেরী চলাচল চালু করবার লক্ষ নিয়ে আমরা এসেছি। অতিসত্তর গাইবান্ধার জনসভায় প্রধানমন্ত্রী ঘোষিত সেই ফেরি চলাচল ব্যবস্থা অচিরেই চালু করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
পথসভা চলাকালে আরও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বগুড়া সারিয়াকান্দির এমপি আব্দুল মান্নান, গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি, স্থানীয় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস–উল আলম হিরু প্রমুখ। পথ সভা শেষে দুপুরে বালাসীঘাট ও ব্রহ্মপুত্র নদী পথ পরিদর্শন করেন। পরে ডেপুটি স্পীকার, মন্ত্রী ও প্রতিমন্ত্রী সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ২৫ জানুয়ারি শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধায় সফর করেন এবং ওইদিন জেলা শহরের স্টেডিয়াম মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় এতদঞ্চলের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সংযোগ সড়ক ও পুনরায় ফেরী চলাচল চালু করার ঘোষণা দেন।