জি নিউজঃ-বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার কে এম আলীমুজ্জামান (৩৪) বাসের ধাক্কায় নিহত হয়েছেন। গতবুধবার রাত ৮টার দিকে কারওয়ান বাজারে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে তেজগাঁও থানার সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে লোক পাঠানো হয়েছে। এছাড়া একুশে টিভির একটি সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে কারওয়ান বাজারে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন কে এম আলীমুজ্জামান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। কে এম আলিমুজ্জামান ফরিদপুর সদর উপজেলার গেরদা গ্রামের কে এম নুরুল আলমের ছেলে।